বর্তমানে প্রযুক্তি অনেক বেশি উন্নত হয়েছে। তাই #Hearing_Aid বলতে এখন একই মানের কোনো Machine কে বোঝায় না। কারন ব্যক্তিভেদে একক জনের #Hearing_Aid ভিন্ন ভিন্ন হয়ে থাকে। ইচ্ছে করলেই কারও বিশেষ প্রয়োজন অনুসারে হিয়ারিং এইডকে ঠিকঠাক করে নিতে পারবেন। আপনি যদি #best_hearing_aid_machine ব্যবহার করতে চান। তাহলে #senso_hearing_centre_dhaka এখানে আপনি সব ধরনের hearing aid সর্ম্পকে জেনে নিতে পারবেন।এবং এখান থেকে খুব ভালো মানের ear machine price গুলো যানতে পারবেন ।
এই ওয়েব সাইট (https://sensohearingdhaka.com) থেকে খুব সহজে digital ear machine কিনতে পারবেন ।
আপনি কতটা কানে শোনেন না?
একেক জন ব্যক্তি কিন্তু একেক রকম কানে শোনেন না। তাই সবার জন্য একই হিয়ারিং এইড ব্যবহার করাটা ক্ষতিকর। তাই কার্যকরী ফলাফলের জন্য প্রথমে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করুন। জানুন যে, আপনার সমস্যাটি কোন পর্যায়ের। এর ওপরে নির্ভর করে সঠিক হিয়ারিং এইড কিনে নিন।
আপনার কানের আকৃতি কেমন?
প্রত্যেকটি মানুষের কান কিন্তু ভিন্ন হয়। কারোটা ছোট, কারোটা বড়। বেশিরভাগ ক্ষেত্রেই হিয়ারিং এইডকে জায়গা করে দেওয়ার জন্য কানের ভেতরে যথেষ্ট জায়গা থাকে। তবে, যেসব ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায় সেখানে কানের পেছনে হেয়ার এইড পরতে হয়।
এক নজরে আমাদের সেবা সমূহঃ
১। কানের সকল প্রকার পরীক্ষা করা হয়।
২। কানে শোনার মেশিন বিক্রয় করা হয়।
৩। বিশ্ব বিখ্যাত GN ReSound made by Denmark ব্রান্ডের সকল প্রকার ডিজিটাল হিয়ারিং এইড (কানে শোনার যন্ত্র) বিক্রয় এবং কম্পিউটার এর সাহায্যে ফিটিং করা হয়।
৪। কানে পানি যাওয়া প্রতিরোধের জন্য ইয়ার প্লাগ পাওয়া যায়।
৫। সকল প্রকার কানে শোনার যন্ত্রের ব্যাটারি পাওয়া যায়।
৬। অভিজ্ঞ অডিও মেট্রিশিয়ান দ্বারা প্রতিষ্ঠান পরিচালিত হয়।
৭। কক্লিয়ার ইমপ্ল্যান্ট জনিত সকল ধরনের তথ্য এবং সার্ভিস দেওয়া হয়।
কেমন হিয়ারিং এইড চান?
প্রযুক্তি হিয়ারিং এইডকে নানা মানের হিসেবে তৈরি করেছে। অবশ্যই বেশি খরচ করলে আপনি বেশি উন্নত হিয়ারিং এইড পাবেন। আপনি যদি ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং অনেক ভিড়ের ভেতরে থাকেন, সেক্ষেত্রে আপনার এমন একটি হিয়ারিং এইড প্রয়োজন যেটি বাদবাকি শব্দকে কমিয়ে দিয়ে যেসব শব্দ আপনার জন্য প্রয়োজন সেটাই শোনাবে। যেখানে পরিষ্কারভাবে সবকিছু শুনতে পারবেন আপনি।
অন্যদিকে, কেউ যদি ঘরে হিয়ারিং এইড ব্যবহার করেন, তার জন্য সাধারণ যন্ত্রই যথেষ্ট। বর্তমানে এমন অনেক হিয়ারিং এইড আছে যেগুলোর সাথে মোবাইল ও অন্যান্য যন্ত্র সংযুক্ত থাকে। আপনি ইচ্ছে করলে এমন কোনো একটি হিয়ারিং এইডও বেছে নিতে পারেন।
খেলাধুলা করতে ভালোবাসেন?
সেক্ষেত্রে, আপনি কোন রকমের খেলাধুলা করে থাকেন তা ভেবে দেখুন। যদি আপনার খেলাধুলার সময় অনেক বেশি ধুলোবালির সংস্পর্শে যেতে হয় সেক্ষেত্রে ধুলোবালি প্রতিরোধক হিয়ারিং এইড নিন। আর সাঁতার বা পানির সাথে যুক্ত কোনো খেলাধুলায় অংশ নিলে পানিরোধক হিয়ারিং এইড ব্যবহার করতে পারেন।
হিয়ারিং এইড ব্যবহার করাটা কি কঠিন?
কিছুক্ষেত্রে আপনার কাছে ব্যাপারটিকে একটু কঠিন মনে হতেই পারে। এই যেমন, আপনার হিয়ারিং এইড যদি খুব ছোট হয় সেক্ষেত্রে সেটার ব্যাটারিও ছোট হবে। আর ব্যাটারি বদলানোর ব্যাপারটি হয়ে পড়বে কঠিন। বিশেষ করে, বয়স্কদের ক্ষেত্রে ছোট এই ব্যাটারি বদলানো অনেক বেশি সমস্যার হয়ে যায়।
হিয়ারিং এইড ইমপ্ল্যান্ট কি ভালো?
অনেকের ক্ষেত্রে শারীরিক নানা সমস্যার কারণে হিয়ারিং এইড ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। সেক্ষেত্রে তাদের হিয়ারিং এইড ইমপ্ল্যান্ট করতে হয়। এক্ষেত্রে, মিডল এয়ার ইমপ্ল্যান্টের মাধ্যমে কানে হিয়ারিং এইড প্রতিস্থাপন করা হয়।