You are currently viewing কানে কম শোনার প্রকারভেদ আছে কি?
Senso-Hearing-aid-Centere-dhaka

কানে কম শোনার প্রকারভেদ আছে কি?

কানে কম শোনার প্রকারভেদ আছে কি

কানে কম শোনার প্রকারভেদ রয়েছে। বিষয়টি দু’ভাবে হতে পারে—(১) ‘কনডাক্টিভ হিয়ারিং লস’ এবং (২) ‘সেনসরিনিউরাল হিয়ারিং লস’। কোনও শব্দ কানে প্রবেশের পরে কতকগুলি স্তর পেরিয়ে যেতে হয়। বহিঃকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ পেরিয়ে মস্তিষ্কে শব্দের অনুভূতি পৌঁছনোর পরে আমরা তা শুনতে পাই। এই প্রক্রিয়ায় বাধা তৈরি হলে শোনায় সমস্যা তৈরি হয়। কানের পর্দা বা পর্দার ভেতরের অংশে শব্দতরঙ্গ আটকে গেলে, তাকে ‘কনডাক্টিভ হিয়ারিং লস’। আর অন্তঃকর্ণ থেকে মস্তিষ্কে যাওয়ার পথে শব্দতরঙ্গ যদি আটকে যায়, তাকে ‘সেনসরিনিউরাল হিয়ারিং লস’ বলে। 

আপনার কানের সমস্যা আছে কি না পরিক্ষা করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

যোগাযোগঃ

Leave a Reply